Search This Blog

Monday, 18 September 2017

কোথায় তোমার টোটা ?

কোথায় তোমার টোটা ?

বিশ্বজিৎ সরকার


তপ্ত সোনা, রক্ত গরল, শক্ত পাথর ভাঙা,
মত্ত আমি, সত্য জানি, হলদে চাঁদ আজ রাঙা।
অশ্বদানব, ভষ্ম ঘি আর, বলদ টানা চাকা,
আস্তাকুঁড়ের সস্তা ফ্রেমে, তোমার ছবি আঁকা।
শুণ্য আমার, শুণ্য তোমার, শুণ্য দিয়েই কেনা
তেষ্টা বড়ই, চেষ্টা করেও, নীলাভ সবুজ ফেনা।
পাখার আওয়াজ, শাঁখের মতন, কোনটা আমি চাই?
নীলচে জামার, লালচে বোতাম, কোথায় খুঁজে পাই?
নষ্ট ছেলের, স্পষ্ট কথার, দাম নেই এক ফোঁটা,
সিন্দুক আছে, বন্দুক আছে, কোথায় তোমার টোটা?

No comments:

Post a Comment

Thank you